পাঁচ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ দুই স্কুলছাত্রীর

ঝালকাঠি সংবাদদাতাঝালকাঠি সংবাদদাতা
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৩

নিখোঁজ স্কুলছাত্রী সানজিদা আক্তার মীম (১৪) এবং মারিয়া ইসলাম শিমু (১২)।

ঝালকাঠির রাজাপুরে রহস্যজনকভাবে দুই স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। কিন্তু পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান মেলেনি। এই ঘটনায় দুই ছাত্রীর পরিবার রাজাপুর থানায় সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

নিখোঁজ ওই দুই স্কুলছাত্রীরা হলেন- রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার মো: সালাউদ্দিন হাওলাদারের মেয়ে নবম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার মীম (১৪) এবং হুমায়ুন কবির হাওলাদারের মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মারিয়া ইসলাম শিমু (১২)।

তারা দুই জনেই রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ছাত্রী বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম।

জানা গেছে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই দুই স্কুলছাত্রী। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কোনো সন্ধান মেলেনি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় সংবাদমাধ্যমকে বলেন, “এই ঘটনায় নিখোঁজ ছাত্রীদের পরিবার থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। সকল থানায় বেতার বার্তা পাঠিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।”

সারাদিন/০৮ জুলাই/এমবি

Nagad