তমজিদ আলী হত্যা: ২২ বছর পর চারজনের মৃত্যুদণ্ড
দীর্ঘ ২২ বছর পর সিলেটের গোইয়ানঘাটে তমজিদ আলী হত্যা মামলার চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।


মামলার বাকি ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গোয়াইনঘাট উপজেলার ইটাচকি গ্রামের আব্দুর রব, একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে আব্দুর রহমান, পাশের ইস্তি গ্রামের আব্দুল হান্নানের ছেলে রইছ আলী এবং নূর মিয়ার ছেলে ফজল উদ্দিন।
সিলেটের বিভাগীয় বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো: ফখরুল ইসলাম সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পিপি ফখরুল ইসলাম বলেন, “২০০১ সালে একটি খাল দখলকে কেন্দ্র করে তমজিদ আলীকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এই ঘটনায় স্ত্রী পিয়ারা বেগম ১৫ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা করেন। পরে দীর্ঘ শুনানি ও স্বাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।”
সারাদিন/২৪ জুলাই/এমবি