শোক দিবসে কুরআন বিতরণ করলো পুলিশ

সাভার প্রতিনিধি:সাভার প্রতিনিধি:
প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাভারের আমিনবাজারে এক এতিম খানা ও মাদ্রাসার হিফজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ আগষ্ট) রাতে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পে এ কুরআন শরীফ বিতরণ করা হয়।

সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন-অর-রশিদ এর সার্বিক ব্যবস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ ) মোঃ আব্দুল্লাহিল কাফী, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা ও ভাকুর্তা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আসওয়াদুর রহমানসহ সাভার মডেল থানার অন্যান্য পুলিশ সদস্যগণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব আম্মেদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় ‘রুপালী সৈকত মাদরাসা আবু হুরায়রা রাঃ’ নামের একটি মাদ্রাসার ৩৫ জন হিফজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়। পরে সম্মানিত অতিথিসহ উপস্থিত সকলকে নিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Nagad