ঈদে টানা ৯ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর

বেনাপোল সংবাদদাতা:বেনাপোল সংবাদদাতা:
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

সংগৃহীত ছবি

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বেনাপোল স্থলবন্দর এবং কাস্টমসের কার্যক্রম ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে, ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। ৬ এপ্রিল থেকে বন্দর ও কাস্টমসের কার্যক্রম পুনরায় চালু হবে।

এছাড়া, সরকারি ও সাপ্তাহিক ছুটির দিন আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নির্দেশনা প্রদান করেছে।

বেনাপোল বন্দরের ভূমিকা দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ ভাগ আসে এই বন্দর দিয়ে। তবে, লম্বা ছুটির কারণে আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব পড়তে পারে, বিশেষত পণ্যজট এবং কাঁচামালের সংকট সৃষ্টি হতে পারে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে, তবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ট্রাকজট বাড়ার আশঙ্কা রয়েছে। বন্দরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে যাতে ঈদকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।