শিক্ষক আক্কাস আলী খান’র স্মরণে দুর্নীতি প্রতিরোধ কমিটির শোক সভা
বরিশালের বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আক্কাস আলী খান এর স্মৃতি স্মরণে বানারীপাড়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ হতে শোক সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্কাস আলী খান’র মৃত্যুতে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারী বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খাদেম আলী, সাবেক সিনিয়র শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রশান্ত মল্লিক, ইংরেজি শিক্ষক কল্লোল সরকার, মরহুম আক্কাস আলী খান’র ছেলে গাভা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কে এম শফিকুল আলম জুয়েল, জবেদপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মহসিন, প্রভাষক ও কমিটির সদস্য নুপুর খানম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী শাওন প্রমুখ।
উল্লেখ্য বরিশালের বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনষ্টিটিউশন (পাইলট) বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আক্কাস আলী খান (৮৫) হৃদ স্পন্দন বন্ধ হয়ে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে প্রিয় আক্কাস স্যার দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।